Welcome to VendorList


VendorList কি ?
VendorList হল বাংলাদেশের প্রথম ও একমাত্র ইন্ডাস্ট্রিয়ান ও কমার্শিয়াল আইটেম সাপ্লাইয়ার ডাটাবেস। ইন্ডাস্ট্রিয়াল ও কমার্সিয়াল বিভিন্ন আইটেম পারচেজ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা VendorList এর ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে সাপ্লাইয়ারদের সাথে যোগাযোগ করে থাকেন।

পারচেজাররা কিভাবে যোগাযোগ করে ?
VendorList ওয়েবসাইট ও অ্যাপে সাপ্লাইয়ার কোম্পানির ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস , ওয়েবসাইট এর লিংক এবং WhatsApp নাম্বার দেয়া থাকে। এছাড়া অ্যাপে কোম্পানির কন্টাক পারসন অ্যাড করা যায়। ফলে পারচেজাররা সহজেই সাপ্লাইয়ার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে।

VendorList এর বিশেষত কি ?
VendorList এর অন্যতম বিশেষত হল ব্র্যান্ড অনুযায়ী সাপ্লাইয়ার ফিল্টার করা। এছাড়া আমাদের ওয়েবসাইটের রয়েছে ভাল মানের SEO অর্থাৎ গুগল সার্চের সবার উপরে থাকা । আমাদের অ্যাপ বাংলাদেশের অন্যতম সেরা যা ইতিমধ্যে ব্যবহারকারীরা ভাল রেটিং দিয়ে থাকে।

কেন আপনাদের কোম্পানি অ্যাড করবেন ?
VendorList আপনাদের কোম্পানিকে বেশ কয়েকটি উপায়ে সাহায্য করে।
Brand Awareness: আমাদের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে আপনার কোম্পানির নাম ও লোগো হাজার হাজার বার পার্চেজারের নজরে আসবে। ফলে কোম্পানির পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে ফেস টু ফেস মার্কেটিং এর অনেক সুবিধা হয়
কোম্পানি পোফাইল শেয়ারঃ আপনার কোম্পানি কি কি আইটেম নিয়ে কাজ করে, কোথায় কি কি কাজ করেছে ইত্যাদি তথ্য পার্চেজারদের সাথে সহজেই শেয়ার করতে পারছেন
লিড জেনারেশনঃ গুগল, ওয়েবসাইট বা অ্যাপ থেকে পার্চেজাররা কোন আইটেমের সাপ্লাইয়ার তখনি খোজে যখন তারা ওই তাদের ওই আইটেম পার্চেজ করার দরকার হয়। অর্থাৎ আপনি লিস্টেড থাকলে তারা আপনার সাথে যোগাযোগ করে কোটেশন সংগ্রহ করবে। সেখান থেকে আপনার কোম্পানি সরাসরি লিড জেনারেশন করতে পারবে।


কোম্পানি প্রোফাইল তৈরি করে লিস্টেড হতে আমাদের সাথে WhatsApp +8801732644640 নাম্বারে যোগাযোগ করুন