লগ ইন করার পর তথ্য আপলোড করার অপশন পাওয়া যাবে । ভেন্ডর কোম্পানির জন্য প্রফাইল তৈরি করা থাকতে পারে আবার নাও থাকতে পারে । ভেন্ডরের নাম লিখে সার্চ করার অপশন আসবে । সার্চ করেরিকুয়েস্ট করতে হবে । সার্চ করে না পাওয়া গেলে ভেন্ডরের প্রফাইল তৈরি করে হবে । এরপর কম্পানি কি কি সাপ্লাই করে তা আপলোড করার অপশন পাওয়া যাবে । সাপ্লাই করা প্রডাক্টগুল কোন ব্রান্ডের, কোটেশন পাবার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এগুল অ্যাড করার অপশন পাওয়া যাবে ।
VendorList অ্যাপটি প্লে স্টোরের এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় ও বেশি রেটিং পাওয়া অ্যাপ । প্রফেশনাল সোরসিং অফিসাররা অ্যাপটি বেশি ব্যবহার করেন । ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সুবিধা উপভোগ করেন । অ্যাপটি থেকে ব্র্যান্ড অনুযায়ী ভেন্ডর ফিল্টার করার সুবিধা রয়েছে । এছাড়া রয়েছে পাওয়ারফুল সার্চ ফিচার । অ্যাপ থেকে সরাসরি ফোন কল করা যায় । ফলে, আপনার দেয়া কন্টাক পারসন কে ফোন করা যাবে খুব সহজে ।
vendorlistbd.com একটি অ্যাপ ভিত্তিক সেবা প্রদানকারী ওয়েবসাইট । এটি একাধারে যেমন কর্পোরেট ক্রেতাদের সুবিধা প্রদান করে সঠিক, প্রয়োজনীয় ও আপডেটেড তথ্য সরবরাহ করে তেমন সাপ্লাইয়ারের মার্কেটিং টিমের কাজ সহজ করে দেয় । আমাদের প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপটিতে রয়েছে কিছু আধুনিক ফিচার যা একে এই সেগমেন্টে বাংলাদেশের অন্যতম সেরা করেছে । আবার সাপ্লাইয়ারদের জন্য রয়েছে সহজ ও সুন্দর ড্যাশবোর্ড যা দিয়ে তারা তাদের তথ্যসমুহ সংযোজন বা পরিবর্তন করতে পারে ।